সোনারগাঁও দর্পণ :
অবশেষে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হককে তার দ্বিতীয় স্ত্রীসহ উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যা ৭টায় মাওলানা ইকবালের নেৃতৃত্তে¡ রয়েল রিসোর্টে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় হেফাজতে ইসলামীর নেতামর্কীরা সোনারগাঁও রয়েল রিসোর্টে ব্যাপক হামলা চালিয়ে তাদের উদ্ধার করে। এক পর্যায় রিসোর্টের ৫০১ নম্বর কক্ষ থেকে পুলিশ ও সিভিল প্রশাসনের সামনে থেকে ছিনিয়ে নিয়ে যায়। হেফাজতের নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত অনেকেই পালিয়ে গিয়েছে বলে একাধিক সূত্র দাবি করে।
এরআগে, মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রী আমিনা তাইয়েবসহ সোনারগাঁও ঘুরতে এসে আটক হন। পরে প্রশাসনের লোকজন, আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (তদন্ত), সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানার তদন্ত ওসিসহ সংবাদিকদের উপস্থিততে জিজ্ঞাসাবাদ করেন শুরু করেন। এ খবর রয়েল রিসোর্টে উপস্থিত সাংবাদিক ও অন্যান্যরা ফেসবুকে লাইভ করলে আটকের স্থানে জড়ো হতে থাকে হেফাজতের নেতাকর্মীরা।
Post a Comment