সোনারগাঁও দর্পণ :
সরকার সারাদেশে আরও এক সপ্তাহ ‘সর্বাত্মক লকডাউন’ বাড়ানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার (১৯ এপ্রিল) তিনি রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে দেয়া ভিডিওবার্তায় এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার এ সিদ্ধান্ত নিচ্ছে। তবে, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে।
তিনি আরো বলেন, পরামর্শক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমপক্ষে দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন সুপারিশ করেছিল। কমিটি মনে করে, বৈজ্ঞানিকভাবে দুই সপ্তাহের কম লকডাউনে কার্যকর ফলাফল আশা করা যায় না।
এরআগে, চলতি বছরের ফেব্রæয়ারির মাঝামাঝি সময় থেকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকে যা মার্চের শুরুতে তীব্র আকার ধারণ করে। সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের ‘লকডাউন’ শুরু হয়। ১১ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও এ লকডাউন চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করে সরকার, যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত।
Post a Comment