সোনারগাঁও দর্পণ:
ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০মিনিটের দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
এরআগে, গত ৫ এপ্রিল দুপুরে তার করোনা পজিটিভ পাওয়া যায়। ওই দিন রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে লাইফ সাপোর্ট নেওয়া হয় কবরিকে। কিন্তু শেষরক্ষা হলো না। অবশেষে ১৩ দিন করোনার সাথে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন বাংলার কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরি।
১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্র দিয়ে তার অভিনয় শুরু। তার মৃত্যুর সংবাদে চলচ্চিত্রাংঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
Post a Comment