সোনারগাও দর্পণ :
গত ২৪ ঘন্টায় সোনারগাওয়ে করোনা ভাইরাসে মোট জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৫ জনে। ২৪ ঘন্টায় ৫২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১১ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সোনারগাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যে জানাগেছে, যে জন নতুন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ৬ জন পুরুষ আর ৫জন নারী। আক্রান্তদের মধ্যে উপজেলার পিরোজপুরে ৩জন, পৌরসভার ৩জন, বৈদ্দের বাজারের ১ জন, সম্মান্দির ১ জন এবং মোগরাপাড়া এলাকার ২জন এবং কাচপুরের ১ জন।
মারা যাওয়া ৩ জনের মধ্যে কাঁচপুরের পাঠাত্তা এলাকার ৬ বছর বয়সের ১জন নারী। অপর দুই জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে মোগরাপাড়ার ভৈরবদি এলাকার ৫০ বছল বয়সের পুরুষ এবং কোম্পানিগঞ্জের ৫ বছর বয়সের একজন নারী।
সোনারগাওয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট ১ হাজার ৫৮ জন শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ্য হয়েছেন ৮৪৭ জন।
Post a Comment