সোনারগাঁও দর্পণ :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্দরের মদনপুর এলাকায় দু’গ্রুপের সংঘর্ষে জুয়েল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের আন্দিরপাড় গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, একই এলাকার তোতা মিয়ার ছেলে আলিম ও সেলিমের সাথে জুয়েল ও সোহেলের বিরোধ চলে আসছিল। এ বিরোধে বুধবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায় সংঘর্ষ হলে জুয়েলকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বন্দর থানা পুলিশ জাানয়, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Post a Comment