সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও উপজেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে এক নারীর। আর রএকই সময়ে সুস্থ্য হয়েছেন ৭ জন। আজ শনিবার (১০ এপ্রিল) দুপুরে সোনারগাঁও উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতের নাম ঠিকানা না প্রকাশ করলেও মৃতের বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানান তিনি।
এছাড়া, গত ২৪ ঘন্টায় মোট ৬২ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২০ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়।
এরআগে, গত ৯ এপ্রিল সোনারগাঁওয়ে ২৪ ঘন্টায় ২০ জন আক্রান্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল এক নারীর।
Post a Comment