সোনারগাও দর্পণ :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একই শর্তে চলমান লকডাউনের সময় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণে
র বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের নির্দেশনার ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ আগের সব বিধিনিষেধের আরোপের সময়সীমা ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।এরআগে, গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে সরকারের দেয়া কঠোর লকডাউনের ৮ দিনের মেয়াদ শেষ হবে আগামীকাল বুধবার মধ্যরাতে। আর তার সাথে শুরু হবে নতুনভাবে বাড়ানো লকডাউনের সময়সীমা। যা শেষ হবে ২৮ এপ্রিল।
Post a Comment