সোনারগাঁও দর্পণ :
আগামী সংসদ অধিবেশনেই জাতীয় গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার নীতিমালা পাস হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি - ঢাকার প্রীতিভোজ ও সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সংসদ অধিবেশন বসছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, এ অধিবেশনের মধ্যে এ দুটি আইন সংসদে পাস করতে পারবেন। এজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, এ আইন দুটি পাস হলে সাংবাদিকদের কাজের নিরাপত্তা দাবি ও অধিকার প্রতিষ্ঠিত হবে। হয়রানি ও চাকরিচ্যুতির ঘটনা কমে আসবে। অপরদিকে, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
Post a Comment